‘বিউটি সার্কাস’ নিয়ে ঢাবি ক্যাম্পাসে জয়া আহসান

বিউটি সার্কাস টিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সিনেমার প্রচারণায় ‘বিউটি সার্কাস’ টিম। ছবি: সংগৃহীত

মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা 'বিউটি সার্কাস' আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে।

গতকাল বুধবার সন্ধ্যায় সিনেমার প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল পুরো টিম।

টিএসসিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান, চিত্রনায়ক ফেরদৌস, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমী, গাজী রাকায়েতসহ অনেকেই।

জয়া আহসান সেখানে বলেন, 'আপনারা মা-বাবা, ভাই-বোন, বন্ধু নিয়ে "বিউটি সার্কাস" অবশ্যই দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো।'

'কয়েক বছর আগে "বিউটি সার্কাস" নিয়ে আমাদের যে জার্নি শুরু হয়েছিল তার শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সিনেমার গল্পে সার্কাসের অনেক রোমাঞ্চকর বিষয় খুঁজে পাবেন,' যোগ করেন তিনি।

সরকারি অনুদানে নির্মিত 'বিউটি সার্কাস' দেশের ১৯ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

সিনেমাটিতে সুমী ও ইভান ছাড়াও গান গেয়েছেন টুনটুন বাউল।

Comments

The Daily Star  | English

Childhood buried in trash

For the past decade, 18-year-old Raza has been wading through garbage to help his family survive.

13h ago