মাদক মামলায় পুলিশের এএসআই’র ১৫ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

মোটরসাইকেলে করে মাদক চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।

আজ বুধবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আবুল বাশার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বৈশের কোর্ট এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

রায়ের সময় আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বরূপ পাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।'

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবুল বাশারকে আটক করে র‌্যাব-৭। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago