হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

মুহিবুল্লাহ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী (৮৮) হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উপসর্গ দেখে চিকিৎসকরা ধারণা করছেন, উনার পিত্ততলিতে পাথর হয়েছে। পরীক্ষা করা হয়েছে। সন্ধ্যায় রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

তিনি আরও জানান, মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত বছর অক্টোবরেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জুনাইদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের আগস্টে হেফাজতে ইসলামের আমির হন চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার মুহতামিম শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago