হেফাজত নেতা মামুনুল হক জামিন পেলেন ৫ মামলায়

‘মামুনুল হক ২ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। কিন্তু মামলাগুলোর বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি।’
মামুনুল হক। স্টার ফাইল ছবি

হেফাজতে ইসলাম নেতা মামুনুল হককে ২০২১ সালের ৫টি পৃথক মামলায় স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সহিংসতা এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ঢাকার পল্টন থানায় ও চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলাগুলো করা হয়।

এসব মামলায় জামিন চেয়ে মামুনুল হকের করা পৃথক ৫টি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

তবে, এই ৫ মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না মামুনুল হক। তার আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, এই ৫ মামলা ছাড়াও আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার রয়েছেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, 'মামুনুল হক ২ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। কিন্তু মামলাগুলোর বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি।'

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়।

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

The sand, carried by the floodwaters from the Teesta river, has rendered the land unsuitable for cultivation.

49m ago