ভাষাসৈনিক রণেশ মৈত্রের শেষকৃত্য সম্পন্ন

পাবনায় রণেশ মৈত্রের শববাহী গাড়ি। ছবি: স্টার

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে পাবনা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রণেশ মৈত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুর পর তার মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমঘরে রাখা ছিল।

আজ দুপুরে রণেশ মৈত্রের মরদেহ পাবনায় পৌঁছালে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা স্কয়ারে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ সদস্য গোলাম ফারুক খোন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন, তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এখান থেকে রণেশ মৈত্রের মরদেহ পাবনা প্রেসক্লাবে নেওয়া হলে তার দীর্ঘদিনের সহকর্মী ও গণমাধ্যমকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। এরপর পাবনা মহাশ্মশানের উদ্দেশ্যে শবযাত্রা অনুষ্ঠিত হয়। এতে পাবনার সর্বস্তরের মানুষ অংশ নেন।

একাধারে রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক রণেশ মৈত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টিরও অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন তিনি।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে রণেশ মৈত্র একুশে পদক লাভ করেন।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

37m ago