কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত নিয়ে উত্তেজনা, হল বন্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকবে, ছাত্র হলে অবস্থানকারী ছাত্রদের ২ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রী হলে অবস্থানরত ছাত্রীদের ৩ অক্টোবর সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ছাড়াও, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, 'আগামী ১০-১৭ অক্টোবর পরীক্ষা বন্ধ থাকলেও ক্লাস চলবে। আবাসিক হল খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।'

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর ছাত্রলীগের ২ গ্রুপ ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও অস্ত্রের মহড়া দেয়। এতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

22m ago