ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা মামলায় ১০ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা মামলায় ১০ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ আজ সোমবার দুপুরে এ রায় দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক কাজী দিদারুল আলম।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী পাভেল, একই গ্রামের কাজী নূরে আলম, কাজী শাহনূর, কাজী বশির, কাজী মনজু ও এমরান, কাজী জাহিদ কাজী শাকিল, কাজী সুবেল এবং বেলাল মোল্লা। তাদের মধ্যে আসামি এমরান পলাতক আছেন। দণ্ডপ্রাপ্ত বাকি ৯ জন আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে কাজী পাভেলকে ধরতে ঘাটুরা গ্রামে তার বাড়িতে যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় কাজী পাভেলের পরিবারের সদস্যসহ কাজী বাড়ির অন্যান্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ দুই জনকে আটক করে।

ঘটনার দিন রাতেই এসআই মো. নাজমুল আলম বাদি হয়ে ১০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করেন।

আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ এবং পলাতক আসামি এমরানের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago