‘আমরা এই সরকারের পতন চাই, দফা একটাই’

ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

সরকার পতন আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ।

সোমবার রাতে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে অলি আহমেদ বলেন, 'দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেল, পেট্রল,অকটেনের দাম বৃদ্ধিতে সবখানে এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায়বিচার পাচ্ছে না। এসব সমস্যা থেকে বের হতে, আজকে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, আপনাদের ওপর আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে বিভিন্নভাবে এসব থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।'

'এই নেতৃত্ব ছাড়া এখানে গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা নাই,' বলেন তিনি।

অলি আহমেদ বলেন, 'বিএনপি ইতোমধ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। অতীতে যে কোনো সময়ে আমরা ভুল করেছি, যার কারণে আজকে আমাদের খেসারত দিতে হচ্ছে।'

তিনি বলেন, 'এবার আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের পদত্যাগ চাই, তাদের ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন ভোট দিতে পারবে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে তখন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।'

তিনি আরও বলেন, 'বর্তমান অবস্থায় যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হবে না। কারণ প্রশাসনের প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ ও যুবলীগের প্রাধান্য।'

'আমরা এই সরকারের পতন চাই। দফা একটাই এই সরকার কবে যাবি, নতুন সরকার কবে আসবে। সেটাই হবে একটা দফা। বাকিগুলো আনুষঙ্গিক,' যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু করেছি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে আমরা দেশের প্রবীণ জননেতা অলি সাহেবের নেতৃত্বে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা করেছি। এই দ্বিতীয় দফার আলোচনায় আমরা আন্দোলনের যে দাবিগুলো আছে তা নিয়ে কথা বলেছি।'

তিনি বলেন, 'এই সরকারের পতনে আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলনে একমত হয়েছি। আমরা পরবর্তীতে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনার পরে আমরা দাবিগুলো তুলে ধরব এবং সেটা নিয়ে আমরা জনগণের সামনে আন্দোলনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাব।'

বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নিয়ে রাতে মহাখালী ডিওএইচএসে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের বাসায় যান। 

তিনি এলডিপির নেতৃবৃন্দের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা করেন।

সংলাপে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল ও সৈয়দ মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।

গত ১৬ জুন এলডিপির সঙ্গে প্রথম দফা সংলাপ করেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

5h ago