ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: এপি

ক্রিমিয়া-রাশিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া।

আজ সোমবার বিবিসি জানায়, চলতি মাসে এই প্রথমবারের মতো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।

এ ছাড়া, সকাল থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৭৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী প্রধান।

কিয়েভ ছাড়াও তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে লিভিভ, দিনিপ্রো, ঝাপোরিঝঝিয়া শহরে।

কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়াও, এ ঘটনায় ২৪ জন আহতের তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

শহরের মেয়র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের বিষয়টি স্বীকার করেছেন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago