বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ছবি

বাংলাদেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘে কোনো রেজুলেশন গ্রহণের সময় "যুদ্ধ বন্ধের ইঙ্গিত পাওয়া গেলে বা আলোচনার সুযোগ তৈরি হলে" বাংলাদেশ খুশি হবে।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা সমাধানের মাধ্যমে যুদ্ধের অবসান চাই। যুদ্ধের কারণে দরিদ্র দেশগুলোর নারী, শিশুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়ছে, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। তাই আমরা যুদ্ধ চাই না।'

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন সংক্রান্ত বিশেষ অধিবেশনে বাংলাদেশ ভোট দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমরা ভয় পাচ্ছি যে যদি যুদ্ধ ও পরবর্তী নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো। আমাদের অবস্থান হবে মানবকল্যাণের জন্য। আমরা যা প্রয়োজন তাই করবো। আমরা কোনো বিশেষ দেশের জন্য নই। হ্যাঁ, না বা বিরত থাকা হবে কিনা আমরা এটা বলব না। তবে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।"

বাংলাদেশ সবসময় বিচক্ষণতার সঙ্গে ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'যদি ভোট হয়, আমরা বিচক্ষণতার সঙ্গে ভোট দেব। আমরা শক্তিশালী বহুজাতিক সংস্থা চাই। আমাদের কিছু নীতি আছে। আমরা সে অনুযায়ী কাজ করবো। আমরা জাতিসংঘের সনদে বিশ্বাস করি। আমাদের অন্যান্য বন্ধুরাও আছে। আমরা তাই করবো যা আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের নীতির সাথে সঙ্গতিপূর্ণ হবে।'

Comments