হুম্মাম কাদেরের বক্তব্য ‘নিজস্ব ও একান্ত মতামত’: আমির খসরু

সমাবেশ পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিনিয়র বিএনপি নেতারা। ছবি: স্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের বক্তব্য তার নিজস্ব ও একান্ত মতামত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে হুম্মাম কাদের 'নারায়ে তাকবীর' স্লোগান দেন।

এই সময় 'বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই' বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের তিন বার 'নারায়ে তাকবীর' বললে 'আল্লাহ আকবর' বলে পাল্টা সাড়া দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সমাবেশ পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিনিয়র বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'এটা বিএনপির রাজনীতির অংশ নয়। হুম্মাম কাদেরের বক্তব্য সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।'

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Students, teachers, and other stakeholders have declared academic activities indefinitely suspended

31m ago