কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৬

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ তরুণ আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার বিজয়পুর বাজারে এ ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বিজয়পুর বাজারে কর্ণফুলী ট্রেনের ছাদে ওঠার সময় ঝুলন্ত তারে জড়িয়ে ৬ তরুণ পড়ে যান।

তারা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মোবারক হোসেন (৩০) ও মো. আলম (২০) এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রকি (২০), হৃদয় (২০), সামিউল্লাহ (১৮) ও রাজু (২১)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আলম ও মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপপরিদর্শক মো. শহিদুর রহমান জানান, আহত তরুণরা চট্টগ্রামের যাওয়ার উদ্দেশে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago