শাহজালালে ১ লাখ ৪০ হাজার রিয়ালসহ ২ যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়ালসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৪০ হাজার রিয়ালসহ দুজন যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ শনিবারর ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।

আটক দুজন হলেন, মো. আসাদুজ্জামান নূর (২৮) ও মো. লিটন শিকদার (৪৭)। এর মধ্যে আসাদুজ্জামানের বাড়ি যশোর ও অন্যজনের বাড়ি ঢাকায় বলে পুলিশ জানিয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক দুজনের আজ ভোরে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এপিবিএনের গোয়েন্দা দল তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা পোশাকের ভেতরে নিয়ে সৌদি রিয়াল পাচারের চেষ্টার কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, মো. আসাদুজ্জামানের কাছ থেকে ৮০ হাজার সৌদি রিয়াল ও লিটন শিকদারের কাছ থেকে ৬০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। তাদেরকে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s poverty jumps

Ratio of people living in extremely poor conditions has risen to 9.35% this year

1h ago