চট্টগ্রামে ছুরিকাঘাতে বিএনপির ২ নেতা আহত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আনসার ও জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম খোকা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার নগরীর কোতয়ালী থানাধীন দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার এক মতবিনিয় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রায় ২২ জনের মতো বক্তব্য রাখেন। তাদের বেশিরভাগই আনোয়ারা উপজেলা ও সাতকানিয়া উপজেলায় বিতর্কিত, হত্যা মামলার আসামিসহ দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যাক্তিদের পদায়নের অভিযোগ তোলেন। 

জেলা বিএনপির আহবায়ক আবু সুুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানকে এর জন্য দায়ী করে নেতারা কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কাছে অভিযোগ করেন। এরপরই এই হামলার ঘটনা ঘটে। 

আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা এই হামলা চালিয়েছেন বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী অভিযোগ করেন।

এ বিষয়ে বিএনপির কারো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।  

 

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

49m ago