রাজশাহীর ৯ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন
রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভোটকেন্দ্র। ছবি: স্টার

রাজশাহীর ৯ ভোটকেন্দ্রের ১৮ বুথে জেলা পরিষদ নির্বাচন চলছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পরে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।

একজন চেয়ারম্যান, ৩ সংরক্ষিত নারী সদস্য ও ৯ সাধারণ সদস্য পদের বিপরীতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার ৫১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৩০ জন রয়েছেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন
রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভোটকেন্দ্রে ভোটার। ছবি: স্টার

চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

রাজশাহী সিটি কর্পোরেশন ও ৯ উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধিরা এই নির্বাচনের ভোটার। তাদের মোট সংখ্যা এক হাজার ১৮৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯০৬ ও নারী ভোটার ২৭৯ জন।

রাজশাহী জেলা পরিষদের ৯ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বাগমারায়—২৩৭ জন।

এ ছাড়াও, গোদাগাড়ীতে ভোটার ১৪৬, তানোরে ১২০, পবা উপজেলায় ও সিটি করপোরেশনে ১৭৪, মোহনপুরে ৯৪, দুর্গাপুরে ১০৬, পুঠিয়ায় ৯৪, চারঘাটে ৯৪ ও বাঘা উপজেলায় ১২০ জন।

সকাল ১১টায় পবা উপজেলা পরিষদ কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট দেবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরা।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

5h ago