খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় বন্ধ থাকলেও যশোরে বাস চালু রেখেছে মালিক সমিতি

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি যশোর বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন। এই ২ দিন যশোর থেকে বাসসহ সব ধরনের যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেনি যশোর বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন। এই ২ দিন যশোর থেকে বাসসহ সব ধরনের যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

যশোর ইন্টার ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেটের সভাপতি পবিত্র কাপুড়িয়া জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ শুক্রবার যশোর থেকে আন্তজেলাসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করছে। খুলনা জেলায় ঢুকতে না দিলেও যশোর-খুলনা রুটের অভয়নগর পর্যন্ত যানবাহন চলাচল করছে। আগামীকালও সব যানবাহন চলবে।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, 'খুলনা বাস মালিক শ্রমিক সংগঠনের সঙ্গে বাস ও পরিবহন বন্ধ রাখার ব্যাপারে যশোরের পরিবহন সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেননি। পরিবহন বন্ধ থাকলে মালিক-শ্রমিক উভয়ের ক্ষতি। তাছাড়া খুলনার সংগঠন ও যশোরের সংগঠন আলাদা। দূরপাল্লার সব রুটে যাত্রী পরিবহন প্রতিদিনের মতো স্বাভাবিক আছে।'

আগামীকাল ২২ অক্টোবর খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের নিয়ে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ যাতে সফল না হয় সেজন্য পরিকল্পিতভাবে ২১ ও ২২ অক্টোবর সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নেতাকর্মীরা প্রয়োজনে পায়ে হেঁটে খুলনার সমাবেশে যোগ দেবেন।'

 

Comments