ঘূর্ণিঝড় সিত্রাং: নড়াইলে গাছের ডাল ভেঙে নিহত ১

নড়াইল
স্টার অনলাইন গ্রাফিক্স

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া দমকা হাওয়ায় ভেঙে যাওয়া গাছের ডালের আঘাতে এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম (৩২) লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গৃহকর্মীর কাজ করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'ওই নারী কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।'

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Govt plans intensive election security measures; warns YouTubers

Approximately 1,50,000 police officials will undergo special training on election duties

7m ago