চট্টগ্রামে দখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

অবৈধ দোকান উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের দখলকৃত ২ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার ও গতকাল সোমবার অভিযান চালিয়ে প্রায় ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করে এই বনভূমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জার মো. নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দখলদাররা দীর্ঘদিন ধরে নানা কৌশলে এসব বনভূমি দখল করে রেখেছিল। ইতোমধ্যে অবৈধ দখলদারের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা হয়েছে। তবুও দখল থামানো যাচ্ছিল না।' 

পরে চট্টগ্রামের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, 'চট্টগ্রাম শহর রেঞ্জ, হাটহাজারী ও কুমিরা রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় ২ দিনের অভিযানে এসব বনভূমি উদ্ধার করা হয়েছে।'

উদ্ধারকৃত ভূমিতে বন বিভাগের পিলার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'শহরে অবস্থিত হওয়ায় এই বনভূমির মূল্য বেশি। তাই সবসময় দখলদাররা এই বনভূমি দখলের চেষ্টা করে।'
 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

38m ago