বিক্ষোভ দমনে ইরানকে রাশিয়া পরামর্শ দিয়ে থাকতে পারে: হোয়াইট হাউস

ইরানে বিক্ষোভ
পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে তেহরানে বিক্ষোভ। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে রাশিয়া পরামর্শ দিয়ে থাকতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

আজ বৃহস্পতিবার রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গতকাল মার্কিন প্রেসসচিব ক্যারিন জঁ-পিরে বলেছেন, 'প্রতিবাদ-বিক্ষোভ দমনে মস্কো হয়তো তেহরানকে পরামর্শ দিচ্ছে। এ ধরনের বিক্ষোভ দমনে রাশিয়ার পর্যাপ্ত অভিজ্ঞতা আছে।'

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হলে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারের কঠোর দমননীতির কারণে এ পর্যন্ত বিক্ষোভে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং কয়েক হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

'বহির্বিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া ইরান ও রাশিয়া একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছে,' উল্লেখ করে মার্কিন প্রেসসচিব আরও বলেন, 'ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে এমন প্রমাণ আছে।'

এদিকে, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব ড্রোন হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ায় যুদ্ধক্ষেত্রে চরম চাপে পড়েছে কিয়েভ। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

ক্যারিন জঁ-পিরে বলেছেন, 'ইরানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার। বার্তাটি হলো—নিজ দেশের জনগণকে হত্যা বন্ধের পাশাপাশি ইউক্রেনীয়দের হত্যায় রাশিয়াকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন।'

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago