টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে প্রধান নির্বাহীকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

ইলন মাস্ক
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেছেন।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।

তিনি বলেন, 'আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছে। বলতে বাধা নেই যে শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।'

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর মাস্ক তাৎক্ষণিক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করেন।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

2h ago