মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৪ জনের দাফন সম্পন্ন

চট্টগ্রামের মীর সরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় উদ্ধারকৃত আরও ৪ জনের মরদেহ পটুয়াখালীর জৈনকাঠি গ্রামে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

শাহিন মোল্লা ও মাহমুদ মোল্লার মরদেহ আজ সকাল ৭টায় নামাজে জানাজা শেষে নিজ পারিবারিক গোরস্থানে এবং গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় জাহিদ ফকির ও রাত ১০টায় বাশার হাওলাদারের মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মহসিন ডেইলি স্টারকে জানান, মীরসরাই থেকে অ্যাম্বুলেন্সে ৪ জনের মরদেহ পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামে নিয়ে আসা হয়।

গত সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু হয়। 

তারা হলেন- শাহিন মোল্লা, ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, তারেক মোল্লা, জাহিদ ফকির, আল আমিন, বাশার হাওলাদার ও আলম সরদার। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকায়।

এর আগে বৃহস্পতিবার সকালে ইমাম মোল্লা, তারেক মোল্লা, আল আমিন ও আলম সরদারের মরদেহ দাফন করা হয়।

নিহত ৮ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

 

Comments