টুইটারে ‘নীল ব্যাজ’ পাওয়ার প্রক্রিয়াকে সংশোধন করা হবে: ইলন মাস্ক

টুইটারের নতুন মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ছবি: রয়টার্স

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, টুইটারের মর্যাদাপূর্ণ 'নীল ব্যাজ' পাওয়ার প্রক্রিয়াকে সংশোধন করা হবে।

আজ সোমবার বিবিসি জানায়, টুইটারের যাচাইকরণ (ভেরিফিকেশন) প্রক্রিয়া পুনর্গঠন করা হচ্ছে বলে টুইট করেছেন ইলন মাস্ক।

টুইটারে 'নীল ব্যাজ' সংযুক্ত আইডিকে বৈধ ও অধিক নির্ভরযোগ্য হিসেবে ধরা হয় এবং বর্তমানে 'নীল ব্যাজ' পেতে কোনো অর্থ দিতে হয় না।

তবে সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, টুইটার আইডিতে 'নীল ব্যাজ' ধরে রাখতে প্রতিমাসে ১৯ দশমিক ৯৯ ডলার চার্জ আরোপ করতে চায় প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতার পরপরই মাস্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন।

মাস্কের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে থাকা ভুয়া অ্যাকাউন্টের (ব্যবহারকারী) বিষয়ে তাকে এবং টুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন এসব কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

BNP calls for removal of 'controversial advisers', smaller interim council

Party warns cooperation will be difficult if election roadmap not announced soon

39m ago