২০২৩ সাল থেকে দেশে থ্রি-জি নেটওয়ার্ক থাকবে না: মোস্তাফা জব্বার
আগামী বছর থেকে দেশে থ্রি-জি নেটওয়ার্ক থাকবে না বলে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন।
ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ হওয়ায় দেশে থ্রি-জি প্রযুক্তির আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার টেলিকম এবং টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এবং রবি আজিয়াটার যৌথভাবে আয়োজিত 'ফাইভ-জি: সম্ভাবনা ও করণীয়' শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।
এ সময় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, 'আমাদের আর থ্রি-জি দরকার নেই। শুধু টু-জি এবং ফোর-জি চালু থাকবে।'
রবির ২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সেবার মান বাড়ানোর আহ্বান জানান।
Comments