এখন আমার গাড়ি দেখলেও ছেলেরা ‘খেলা হবে’ স্লোগান দেয়: কাদের

‘খেলা হবে’ কথাটি একটি পলিটিক্যাল হিউমার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের। ফাইল ফটো

'খেলা হবে' কথাটি একটি পলিটিক্যাল হিউমার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'খেলা হবে, এটা একটা পলিটিক্যাল হিউমার। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে এটা ছিল প্রধান স্লোগান। মমতা ব্যানার্জি এটা ব্যবহার করেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রীও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়েও হিন্দিতে এটা ব্যবহার করেছেন। মোরাল বুস্ট-আপের জন্য এটা বলা হয়।'

'এখন আমার গাড়ি দেখলেও ছেলেরা "খেলা হবে" স্লোগান দেয়। "খেলা হবে" কথাটি এখন উইকিপিডিয়াতেও আছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Hamas says it accepts ceasefire proposal of Egypt, Qatar

Hamas on Monday agreed to a ceasefire proposal in the seven-month-old war with Israel in Gaza, hours after the Israeli military told residents to evacuate some parts of Rafah, which has been sheltering more than a million displaced people

Now