বাবুল আক্তারের ৭ দিনের রিমান্ড আবেদন শুনানি সকাল সোয়া ১০টায়

বাবুল আক্তার
বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের আওয়ায় পিবিআইয়ের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি করবেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আশিক ইমাম।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি এই বাবুল আক্তারের উপস্থিতিতে এই শুনানি করবেন। এর আগে সাবেক এসপিকে সেই মামলায় গ্রেপ্তার দেখাতে বলা হয়।

গতকাল বুধবার ধানমন্ডি থানার পরিদর্শক রবিউল ইসলাম এই রিমান্ড আবেদন করেন।

মহানগর মুখ্য হাকিমের আদালতের জেনারেল রেকডিং কার্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ঢাকার অন্য একটি আদালত বাবুল আক্তারের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি করবেন।

ইতোমধ্যে বাবুল আক্তারকে ফেনীর জেলা কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

5h ago