যুবলীগের মহাসমাবেশ: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনসমাগম

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে নেতা-কর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনসমাগম।

যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আসছেন সমাবেশস্থলে। মহাসমাবেশের আশেপাশের শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দোয়েল চত্ত্বর ও রমনা পার্ক এলাকা নেতা-কর্মীদের মিছিলে মুখরিত।

যুবলীগের নেতা-কর্মীরা জানান, সমাবেশে আসা নেতা-কর্মীদের জন্য সমাবেশস্থলেই জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

নীলফামারী জেলার খোকসাবাড়ী ইউনিয়ন যুবলীগের কর্মী মো. বাবলু মিয়া জানান, মহাসমাবেশে অংশ নিতে তারা প্রায় ৩ হাজার কর্মী এসেছেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগ কর্মী আতিকুর রহমান সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, '৭১ এর অপশক্তি আবারো জাগ্রত হয়েছে। দেশের শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। তাদের সব অপচেষ্টা, অপকৌশলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে প্রস্তুত আমরা।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago