গায়ক আকবরকে নিয়ে হানিফ সংকেতের আবেগী বার্তা

হানিফ সংকেতের সঙ্গে আকবর। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে পরিচিতি পান গায়ক আকবর। ২০০৩ সালে 'তোমার হাত পাখার বাতাসে' গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়। সর্বশেষ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রোববার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি।

গায়ক আকবরের মৃত্যুর পর সামাজিকমাধ্যমে আবেগী স্ট্যাটাস লিখেছেন হানিফ সংকেত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, 'আজ দুপুরে আকবরের স্ত্রী হঠাৎ ফোন করে অঝোরে কাঁদছিল, বলল- 'আমাকে ফাঁকি দিয়ে চলে গ্যাছে'। ফোনটা যখন পাই তখন আমি রংপুরে পরবর্তী ইত্যাদির জন্য একটি প্রতিবেদন ধারণ করছিলাম। ফোন পেয়েই বুঝেছিলাম আকবর আর নেই। কারণ বেশ কিছুদিন থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। ক্রমশই অবনতি হচ্ছিল। নিয়মিত খোঁজ রাখছিলাম। চিকিৎসকদের সঙ্গেও কথা হচ্ছিল। লিভার, কিডনি, ডায়াবেটিস- সবকিছু মিলিয়ে শারীরিক অবস্থা ছিল অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। নেওয়া হয় লাইফ সাপোর্টে। অবশেষে জীবনের কঠিন সত্য মৃত্যু। তবে এটুকু সান্ত্বনা জীবনের শেষ দিন পর্যন্ত আকবরের চিকিৎসার কোন ত্রুটি হয়নি।'

তিনি আরও লেখেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এবং আর্থিক সহায়তাও দিয়েছিলেন। এছাড়াও অনেকেই তাকে সাহায্য সহযোগিতা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। আকবরের সংগীত জীবনের উত্তরণের পথটা সহজ ছিল না। ২০০৩ সালে যাত্রার পর থেকে অনেকটা একাই ওকে নিয়ে যুদ্ধ করেছি। আকবর খুব বেশি গান করেনি। তবে যে কটা করেছে তা সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে গ্যাছে, যা তাকে বাঁচিয়ে রাখবে অনেক দিন।'

 

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

8h ago