ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলের ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন ইবনে আমান অমি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে নারায়ণগঞ্জ, বরিশাল (দক্ষিণ) ও ভোলায় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জে গিয়াস উদ্দিনকে আহ্বায়ক এবং গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে কমিটি করা হয়েছে। বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে আবুল হোসেন ও আবুল কালাম শাহীন। আর ভোলায় গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক এবং রাইসুল ইসলামকে সদস্য সচিব করা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
Comments