জয়পুরহাটে গুলিবিদ্ধ বিজিবি সদস্যের মৃত্যু

জয়পুরহাটে গুলিবিদ্ধ বিজিবি সদস্য নেপাল দাসের (৩৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
nepal_das.jpg
নেপাল দাস | ছবি: সংগৃহীত

জয়পুরহাটে গুলিবিদ্ধ বিজিবি সদস্য নেপাল দাসের (৩৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, নেপাল দাসের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার পিঠের ডান পাশে ও হাতে দুটি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

রাশেদ আরও জানান, নেপাল দাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টা দিকে নেপালকে হাসপাতালে নেওয়া হয়। তিনি ইউনিফর্মের শার্ট ও লুঙ্গি পরে ছিলেন। রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে, নেপাল ২০ বিজিবির সিপাহী। তার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী এলাকায়। তার বাবার নাম নারায়ণ দাস।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নিহত সিপাহী নেপাল দাসের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

এ বিষয়ে জানতে ২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়েছে কিন্তু তিনি রিসিভ করেননি। পরবর্তীতে এসএমএস দেওয়া হলেও তিনি জবাব দেননি।

যোগাযোগ করা হলে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার মঈন উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আমাদের একজন সদস্য নিহত হয়েছেন, আমি ঘটনাটি জানি। আমি কথাও বলেছি। তবে এখন এ বিষয়ে আমি কিছু বলবো না।'

Comments