ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানচাপায় কুয়েতপ্রবাসী নিহত

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়রা ভীড় করেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় কাভার্ডভ্যানচাপায় কুয়েতপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।'

তিনি আরও বলেন, 'নিহত পায়েল সরদার (২৮) কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তাৎক্ষণিক গুরুতর আহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি।'

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বাজার করে মোটরসাইকেল নিয়ে তারা কসবার দিকে যাচ্ছিলেন। সুলতানপুর এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই পায়েল নিহত হন এবং মোটরসাইকেলের চালক হাত, পা ও মাথায় আঘাত পান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।

এএসআই রফিকুল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, নিহত পায়েল সরদার আড়াই মাস আগে কুয়েতের কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে এসেছেন।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

50m ago