আশুলিয়ায় ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নেওয়ার অভিযোগ

২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ৬-৭ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মেহেদীকে দোকান থেকে তুলে নিয়ে যান। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় মেহেদী হাসান খোকন নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে ওই ব্যবসায়ীর স্ত্রী মোরশেদা খাতুন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে মোরশেদা বলেন, আশুলিয়ার গাজিরচটে তার স্বামী মেহেদীর ফার্নিচারের দোকান আছে। ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ৬-৭ জন অজ্ঞাত পরিচয়ের লোক দোকানে ঢোকে। তারা মেহেদীকে দোকান থেকে বের করে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। ওই সময় দোকানের ম্যানেজার উপস্থিত ছিলেন।

এরপর গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে কল মেহেদী মোরশেদাকে জানান, ওই ব্যক্তিরা তাকে আটক করে রেখেছে।

মোরশেদা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে তারা আমার স্বামীকে খুঁজে বের করে দেবে। তারা বিষয়টা তদন্ত করছে।'

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন যে তাকে তুলে গেছে তার সত্যতা পেয়েছি। এ বিষয়ে এখনও মামলা হয়নি। রাতে মামলা হতে পারে।'  

 

Comments

The Daily Star  | English
Chittagong University clash

‘No bone, do not press’

Bandage on CU student Mamun’s head reads

36m ago