‘আ. লীগ ক্ষমতা গ্রহণের পর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী খুন হয়েছে’

মির্জা আব্বাস। ফাইল ছবি

আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ অভিযোগ করেন তিনি।

প্রচণ্ড গরম এবং বিভিন্ন বাধা উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, 'আমরা (জনগণ) সরকারের সব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। মানুষ জেগে উঠেছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত।'

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ছবি: খালিদ বিন নজরুল/স্টার

সম্ভাব্য দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'সরকার দুর্নীতি ও লুটপাটে লিপ্ত হয়েছে, তারা দুর্ভিক্ষ কীভাবে মোকাবিলা করবে?'

মির্জা আব্বাস বলেন, 'আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করে না। সেজন্য তারা একদিকে দুর্ভিক্ষের কথা বললেও অন্যদিকে লুটপাটে লিপ্ত।'

সরকারকে দানবের সঙ্গে তুলনা করে তিনি বলেন, 'দেশের মানুষ যেকোনো মূল্যে এই দানবের কবল থেকে মুক্তি চায়।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

11h ago