‘ছাত্রলীগ-যুবলীগের’ হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খানের মৃত্যু

বিএনপি নেতা শাহজাহান খান। ছবি: সংগৃহীত

৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার সময় হামলার শিকার পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য  শাহজাহান খান (৭৫) আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শাহজাহান খানের ছেলে পটুয়াখালী জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য।

শিপলু খান বলেন, 'বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশে ৪ নভেম্বর সন্ধ্যার বেশ কয়েকটি  মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন শাহজাহান খান। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রমের সময় শাহজাহান খানের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা  শাহজাহান খানকে লাঠি, রড ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতরভাবে জখম করে।'

হামলায় আহত শাহজাহান খানকে শুরুতে পটুয়াখালীর একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয় বলে জানান শিপুল খান। পরে অবস্থার অবনতি হলে তাকে ২২ নভেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

40m ago