মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে চবি চারুকলা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বাদশাহ মিয়া সড়ক অবরোধ করেন চবি চারুকলার শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে নগরের বাদশাহ মিয়া সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনের ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। ৩ বার বৈঠক করেও সমাধান দিতে পারেননি তারা।'

মূল ক্যাম্পাসে চারুকলা স্থানান্তরের দাবিতে ২৮তম দিনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

'দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব,' বলেন তিনি।

মূল ক্যাম্পাসে ফেরাসহ ২২ দফা দাবিতে গত ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন চবি চারুকলার শিক্ষার্থীরা। 

এরপর থেকে আন্দোলনের অংশ হিসেবে আর ক্লাসে ফেরেননি তারা। ৫ নভেম্বর ২২ দফা থেকে ১ দফা দাবিতে একমত হন শিক্ষার্থীরা।

ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে ২৮তম দিনে দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করলেন আন্দোলনকারীরা। 

একই দাবিতে গত ১০ নভেম্বর ইনস্টিটিউট সংলগ্ন বাদশা মিয়া সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। 

Comments