দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে ব্যাংক লুটপাট জাতির জন্য দুর্ভাগ্যজনক: ড. কামাল

dr-kamal-hossain-1_0.jpg
ড. কামাল হোসেন। স্টার ফাইল ছবি

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারের উচ্চপর্যায় থেকে যেখানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেখানে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, দলীয়করণের সুযোগ নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গণফোরামের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ড. কামাল বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলো দেশের কিছু সংখ্যক দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহলের জন্য আজ বিসর্জন হতে চলছে। আর্থিক খাতে দুর্নীতিগ্রস্তদের বিচারহীনতায় অর্থপাচার, লুটপাট মহামারি আকার ধারণ করছে। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

তিনি বলেন, অবিলম্বে এসব চিহ্নিত দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নিতে ব্যর্থ হলে দেশে মারাত্মক অর্থনৈতিক সংকট তৈরি হবে।

তিনি আরও আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সমৃদ্ধ ও অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, মোশতাক আহমদ, শাহ নূরুজ্জামান, শফিউর রহমান খান, মো. ইয়াসিন প্রমুখ।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago