রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

পিটার হাস
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত

রাজধানীতে রাজনৈতিক সহিংসতা ও হুমকির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানান।

হাস বলেন, আমরা সরকারকে সহিংসতার এই রিপোর্টগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষা দিতে আহ্বান জানাই।

মার্কিন দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও চার সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

এই সংঘর্ষ রাজধানীতে বিএনপির নির্ধারিত আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

বুধবার বিকেলে নয়াপল্টন এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। প্রায় ৩০ মিনিটের সংঘর্ষে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীকে এদিন আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

27m ago