১০ বছর আগের মামলায় জামায়াত আমির শফিকুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা
জামায়াতে ইসলামির আমির মোহাম্মদ শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
রাজধানীর উত্তরায় সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে ২০১২ সালের নভেম্বরে দ্রুত বিচার আইনে করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শফিকুর রহমানসহ ১২ জন পরপর ৭ শুনানির তারিখে অনুপস্থিত থাকার পর আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন কারণে সময় চেয়ে পৃথক আবেদন জমা দেন। ম্যাজিস্ট্রেট এসব আবেদন খারিজ করে দেন।
এর আগে একই আদালত ২০১৩ সালের ২২ অক্টোবর একই মামলায় শফিকুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৫ নভেম্বর রাজধানীর উত্তরার একটি বাড়িতে জামায়াতের আমিরসহ ২১ জন সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করেন।
এ ঘটনার পর তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
তদন্তের পর একই বছরের ৪ ডিসেম্বর পুলিশ জামায়াত আমির শফিকুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে।
তবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ইতোমধ্যে শফিকুর রহমানকে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে।
সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় করা মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।
সিটিটিসি জানায়, শফিকুর রহমান জামাআতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
Comments