ত্বকে গ্লিসারিন-গোলাপ জলের উপকারিতা

যে সব খাবার ত্বক উজ্জ্বলে সহায়তা করে
ছবি: সাজ্জাদ ইবনে সাঈদ

নিখুঁত স্কিনের জন্য গ্লিসারিন ও গোলাপ জল সবসময়ই তালিকার ওপরে থাকবে। বিশ্বাস হচ্ছে না? আপনার মা বা দাদীকে জিজ্ঞেস করে দেখুন, তারাও বলবেন একই কথা। নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দুটি উপাদান ব্যবহার করে আসছে তারুণ্য ধরে রাখতে এবং ময়েশ্চারাইজড উজ্জ্বল স্কিন পাওয়ার জন্য।

এই দুই উপাদান ত্বকের ড্যামেজ রিপেয়ার আর ইনফেকশন থেকে রক্ষা করার জন্যও দুর্দান্ত। তাছাড়া, এদের এক্সফোলিয়েট বৈশিষ্ট্য ত্বকের ডেড সেল দূর করে ব্রণের কারণে হওয়া দাগ হালকা করতে সাহায্য করে।

গ্লিসারিন ও গোলাপ জল দুটি উপাদানই ত্বকের জন্য বিস্ময়কর কাজ করে। তাই এই দুটি উপাদান যখন এক করা হয়, তখন তা স্কিনের জন্য হয়ে যায় অমৃত। স্কিন রিলাক্সিং থেকে এজিং, আপনার পুরো স্কিন কেয়ারই বদলে দেবে এটি। বলা হয়, গ্লিসারিন ত্বকে ব্যবহার করা যায় নিশ্চিন্তে। মজার ব্যাপার হলো, অনেক প্রসাধনীতেই এটি থাকে যা আপনি জানেনও না।

কেন আপনার বিউটি শেলফে গ্লিসারিন-গোলাপ জলের মিক্সড বোতল থাকা প্রয়োজন, জানতে নিচের অংশটি পড়ুন...

ময়েশ্চারাইজার হিসেবে

গ্লিসারিন ও গোলাপ জলের সংমিশ্রণ স্কিনকে খুবই ভালোভাবে হাইড্রেট করে। কেমিক্যাল বেসড ময়েশ্চারাইজারগুলোর বিপরীতে এটি চমৎকার একটি অপশন। গোলাপজল ও গ্লিসারিন ২:১ অনুপাতে মিশিয়ে ঠোঁটের ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

স্কিন প্রোটেকট্যান্ট হিসেবে

গ্লিসারিন একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকে প্রোটেকট্যান্ট হিসেবে কাজ করে। এটি ব্যারিয়ার তৈরি করে, যা স্কিনে পানির ঘাটতি হতে দেয় না। তাছাড়া, এতে আছে অ্যান্টি-ইনফ্লামেটোরি এফেক্ট, যা পোড়া ত্বককে প্রশান্তি দেয়, একইসঙ্গে ময়েশ্চারাইজ করে। তাই সানবার্ন স্কিনের জন্য একে আইডল বলা হয়।

স্কিন লাইটেনিংয়ের জন্য

এটি প্রতিদিন ব্যবহার করা হলে স্কিন লাইটেনিংয়ে আলাদা প্রভাব ফেলে। স্কিনের ব্ল্যাক স্পট, চোখের নিচের কালি, স্কার এবং বয়সের দাগকে হালকা করে এবং পুরো স্কিনেই আলাদা একটা উজ্জ্বলতা দেয়।

ব্রণের জন্য

অ্যান্টি-ইনফ্লামেটোরি এফেক্ট থাকার কারণে এটি ব্রণ বাড়তে দেয় না, একইসঙ্গে এর সুদিং এফেক্টের জন্য ফ্লেয়ার আপের সময়ও দারুণ কাজ করে।

ড্রাই স্কিনের জন্য

গোলাপ জল ও গ্লিসারিন একসঙ্গে ব্যবহার করলে স্কিনের ড্রাইনেস চলে যায় এবং স্কিন সফট হয়। নিয়মিত ব্যবহারে স্কিন হয় মসৃণ ও উজ্জ্বল।

গোলাপজল ও গ্লিসারিন আপনার স্কিনের বিভিন্ন উপায়ে উপকার করতে পারে। তবে মুখে কোনো প্রাকৃতিক পণ্য ব্যবহার করার আগে আপনার কিছু সতর্কতা অবলম্বন করা উচিৎ, কারণ আপনার মুখের স্কিন শরীরের ত্বকের চেয়ে অনেক ভিন্ন ও সেনসিটিভ। তাই যদি আপনার স্কিন প্রবলেম থাকে তবে স্কিনে কোনোকিছু ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

অনুবাদ করেছেন সাইমা তাবাসসুম উপমা

Comments

The Daily Star  | English
India's detention camps for undocumented immigrants

India orders states to set up detention camps for undocumented immigrants

Order issued under Immigration and Foreigners Act, 2025, effective from September 1

58m ago