শ্রীমঙ্গলে এনা পরিবহনের বাস থেকে ১৬ রোহিঙ্গা আটক

আটককৃত ১৬ রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন, ওয়াজ মিয়া, মো. হাফিজুর রহমান, সৈয়দ আলী, মো. নূর মোস্তফা, ছুমুদা খাতুন, ফাতেমা খাতুন, রোকেয়া বেগম, আশরাফা বেগম, ইয়াসমিন আরা, নূর সাহেরা, সফুদা বিবি, জনুয়ারা বেগম, ইয়াছমিন আরা, আসমা বিবি, নুরুল আমিন এবং মো. এরফান।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজারে কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে সেই গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন। পরে শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করেন। চট্টগ্রাম থেকে আসা এনা পরিবহনের গাড়িতে থাকা মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন তিনি। পরবর্তীতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

'March to Jamuna': Police charge baton to disperse JnU students

At least 25 students were taken to DMCH after suffering injuries from baton charges or falling ill due to tear gas inhalation

19m ago