বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি পেল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংককে বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ে ইসলামী ব্যাংক জানায়, বিএসইসি বন্ড ইস্যুতে সম্মত হয়েছে।
ইসলামী ব্যাংক অরূপান্তরযোগ্য ৭ বছর মেয়াদি বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে। বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ধরা হয়েছে ১০ লাখ টাকা। অর্থাৎ, বন্ডটির একটি ইউনিট কিনতে বিনিয়োগ করতে হবে ন্যূনতম ১০ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী ব্যক্তির কাছে এ বন্ড বিক্রি করা হবে।
Comments