কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

ছবি: রয়টার্স

নিজ দেশের নাগরিকদের আবাসন সংকট সমস্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। গতকাল রোববার থেকে সেটা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ডিসেম্বর মাসের শেষ দিকে, অটোয়া কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু শহর অঞ্চলের বাসস্থানগুলোর জন্য প্রযোজ্য হবে।

তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

বাড়ির মূল্য বেশি হওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় ২০২১ সালের নির্বাচনি প্রচারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ বছরের জন্য সাময়িক এ প্রস্তাব দেন।

সে সময় দেশটির লিবারেল পার্টি জানায়, কানাডায় বাড়ি কেনাটা মুনাফাকারী, ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। 

'এতে অব্যবহৃত ও খালি পড়ে থাকা বাড়িগুলোর দামও আকাশ ছোঁয়া হয়েছে। বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।'

২০২১ সালে নির্বাচনে জয়ের পর উদারপন্থীরা নন-কানাডিয়ান আইনের মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ভ্যাঙ্কুভার ও টরন্টোর মতো প্রধান শহরগুলোতে খালি পড়ে থাকা এবং  অনাবাসীদের বাড়ির ওপর কর আরোপ করেছে।

কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের মতে, ২০২২ সালের শুরু থেকে বাড়ির দাম গড়ে সর্বোচ্চ ৮ লাখ কানাডিয়ান ডলার (৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) থেকে কমে ৬ লাখ ৩০ হাজার কানাডিয়ান ডলার (৪ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে নেমে এসেছে।

 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago