যৌতুকের দাবিতে নির্যাতন: ডিবির উপকমিশনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

স্ত্রীকে নির্যাতন ও ১ কোটি টাকা যৌতুক চাওয়ার অভিযোগে করা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।

অভিযুক্ত ডিবি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বর্তমানে ডিএমপির তেজগাঁও বিভাগে কর্মরত আছেন।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

গত নভেম্বরে মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে করা মামলার অভিযোগও গ্রহণ করেন আদালত।

ট্রাইব্যুনাল পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মো. শাহাদাত হোসেনের স্ত্রী শেখ মৃন্ময়ী হোসেন গত বছরের ২২ নভেম্বর বাদী হয়ে এ মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের আদেশ পাওয়ার পর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান বিচার বিভাগীয় তদন্ত করে জানান, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনীত নির্যাতনের অভিযোগ সত্য। তবে যৌতুকের দাবির অভিযোগ প্রমাণিত হয়নি।

কিন্তু ভুক্তভোগী স্ত্রী বিচার বিভাগীয় তদন্তের বিরুদ্ধে অনাস্থার আবেদন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago