ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ে ফায়েজা রাফসানজানির ৫ বছরের কারাদণ্ড

সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন ফায়েজা হাশেমি। ছবি: রয়টার্স
সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন ফায়েজা হাশেমি। ছবি: রয়টার্স

মানবাধিকার কর্মী ফায়েজা হাশেমি রাফসানজানিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান কর্তৃপক্ষ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির মেয়ে।

আজ মঙ্গলবার ফায়েজার আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইনজীবী ফায়েজার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানাননি। তবে তেহরানের সরকারি কৌসুলি গত বছর ফায়েজার বিরুদ্ধে 'প্রচলিত শাসনব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার' চালানোর অভিযোগ এনেছিলেন।

সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানানো হয়, তেহরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সময় 'দাঙ্গায় উসকানি' দেওয়ার অভিযোগে ফায়েজাকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী নেদা শামস তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'ফায়েজা হাশেমিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায় এখনও চূড়ান্ত নয়।'

এর আগে ২০১২ সালে ফায়েজাকে ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় 'রাষ্ট্রবিরোধী অপপ্রচার' চালানোর অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।

২০১৭ সালে আলী আকবর হাশেমি মারা যান। সাবেক রাষ্ট্রপতি রাফসানজানি উদার অর্থনৈতিক নীতিমালা এবং পশ্চিমের সঙ্গে সুসম্পর্কের কারণে একই সঙ্গে সাধুবাদ ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা।

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago