নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন সুপ্রিম কোর্টে বহাল
৩০৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহানকে জামিন দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
শাহজাহানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর কারাগার থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই।
শাহজাহানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা এবং দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মানি লন্ডারিং মামলায় শাহজাহানকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে বলেছিলেন, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না এবং সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না।
গত বছরের ৫ মে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে শাহজাহানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
Comments