বিএনপি কর্মীদের আটকের সময় সাংবাদিকের ক্যামেরা কার্ড কেড়ে নিল পুলিশ
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলছিল।
তাৎক্ষণিকভাবে আটক হওয়া নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১টার দিকে জিয়াউর রহমানের জন্মদিন পালন করতে বিএনপি কার্যালয়ে আসে একদল নেতাকর্মী। তখন সোমবারের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অফিস এলাকায় অভিযান চালায় এবং অফিসের বাইরে থেকে ৪ নেতাকর্মীকে আটক করে।'
পরিচয় যাচাইয়ের জন্য আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুলিশের অভিযানে আটক নেতাকর্মীদের ফুটেজ নেওয়ার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ক্যামেরাপারসন সুমন গোস্বামীর ক্যামেরা কার্ড কেড়ে নেয় পুলিশ।
সুমন গোস্বামী ডেইলি স্টারকে বলেন, 'নেতাকর্মীদের আটক করার সময় পুলিশ আমার কাছ থেকে কার্ড কেড়ে নেয়।'
এ বিষয়ে পুলিশ শুরুতে কোনো মন্তব্য করেনি। তবে কার্ড কেড়ে নেওয়ার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের একটি মানববন্ধন কর্মসূচির আগে বিকেল পৌনে ৪টার দিকে কার্ডটি ফেরত দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
Comments