ভারতের ভিসা আবেদনের সুবিধার্থে ঢাকায় ফ্যাসিলিটেশন সেন্টার চালু

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন করছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু করেছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই কেন্দ্রে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে। 

অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই, ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপনের অনুরোধ করা হচ্ছিল বলে হাইকমিশন জানায়। 

যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই, তারা তাদের পাসপোর্ট, নথিপত্র নিয়ে ভিএএফসিতে গিয়ে অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে পারবেন। 

ভিএএফসিতে ফর্ম পূরণের সুবিধা পেতে ২০০ টাকা ফি দিতে হবে। চাহিদার ওপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইভ্যাকগুলোতেও এই সুবিধা চালু করা হবে।

বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আছে। বাংলাদেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসব কেন্দ্র পরিচালনা করছে। 

যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ঢাকা ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

Comments

The Daily Star  | English

BNP meets CA today to press for election roadmap

At its meeting with the chief adviser, the BNP will demand a specific roadmap to the election.

5h ago