বগুড়া-৪ উপনির্বাচন

৮৩৪ ভোটে হারলেন হিরো আলম

বগুড়ার নন্দীগ্রামে চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। ছবি: স্টার

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এই নেতা পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট।

তার নিকটতম প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

এ কে এম রেজাউল করিম তানসেন। ছবি: সংগৃহীত

আজ রাত সোয়া ৮টায় বগুড়ার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মো. মোশাররফ হোসেন। গত ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশে তিনিসহ বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। তাদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোতে আজ নির্বাচন হলো।

এই  আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি।

 

Comments

The Daily Star  | English
Bangladesh-Myanmar border landmine explosion

Bangladesh-Myanmar border: Landmine-related injuries on the rise

Having lost her right leg in a landmine explosion, Nur Kaida, a 23-year-old Rohingya woman, now feels helpless at a refugee camp in Teknaf.

12h ago