এত ছাড়ের পরও বিএনপি আ. লীগকে কর্তৃত্ববাদী সরকার বলে: পরশ

ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে অংশে যুবলীগের ‘শান্তি’ সমাবেশ। ছবি: মামুনুর রশীদ/স্টার

রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকার বিএনপিকে 'যথেষ্ট ছাড় দিচ্ছে' মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, 'এত ছাড়ের পরও তারা (বিএনপি) আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী সরকার বলে।'

আজ শনিবার ঢাকার ফার্মগেটে আয়োজিত 'শান্তি' সমাবেশ থেকে এ কথা বলেন পরশ। ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের অংশের সড়কে 'দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে' যুবলীগের ঢাকা মহানগর উত্তর ইউনিট এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগ সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য ভোট ও ভাতের রাজনীতি করে আসছে। আজ আমাদের এমন একটি দলের মুখ থেকে গণতন্ত্রের ছবক শুনতে হয়, যারা সবসময় এদেশের মানুষের কথা বলা অধিকার হরণ করেছে, স্বাভাবিক জীবন-যাপনের অধিকার হরণ করেছে, যারা হত্যা এবং গুমের রাজনীতির প্রবর্তক।'

পরশ আরও বলেন, 'রাতের অন্ধকারে নির্বাচিত একটা সরকারকে উৎখাত করে যারা তারা আজকে গণতন্ত্রের কথা বলে।

'পঁচাত্তরের হত্যার বিচারের জন্য, বাবা-মার হত্যার বিচারের জন্য জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। বিচার চাইতে হয়েছে দীর্ঘ ২২টা বছর। তারা (বিএনপি) তো বিচারের কোনো ব্যবস্থা করে নাই বা মানবতা দেখায় নাই। তারা আজকে মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে।'

যুবলীগ চেয়ারম্যানের ভাষ্য, 'বিএনপি যে একটা ভণ্ড ও প্রতারক একটা সংগঠন, এসব কার্যকলাপ দ্বারাই সেটা প্রমাণিত হয়।'

তাই বিএনপির যেকোনো ধরনের 'অপতৎপরতা রুখে দিতে' যুবলীগের মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

1d ago