নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা | ছবি: সাজ্জাদ হোসেন

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিতে ঢাকার নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন।

একই দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করছে বিএনপি। 

কুমিল্লা টাউন হল ময়দানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া, রাজশাহীর সোনা মসজিদ মোড়ে স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরিশাল জেলা স্কুল মাঠে স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেট রেজিস্ট্রার মাঠে স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, ফরিদপুরের কমলপুর হাইস্কুল মাঠে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রংপুর মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত থাকবেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালন করছে। 

জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও গণতান্ত্রিক বাম ঐক্য, বিজয়নগর পানির ট্যাংক পাম্পের পাশে ১২ দলীয় জোট, পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্স প্রিতম ভবনের উল্টো পাশে জাতীয়তাবাদী সমমনা জোট এদিন সকালে সমাবেশ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছিল।

বিকেলে গণফোরাম দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে গণফোরাম ও পিপলস পার্টি এবং কারওয়ান বাজারের পাশে দলীয় কার্যালয়ের সামনে এলডিপির সমাবেশ করার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Rohingyas may go hungry after November: WFP

Food assistance for over 1.2 million Rohingyas in Bangladesh will end after November 30 unless urgent funds are secured, the World Food Programme has warned.

8h ago