‘কয়েক হাজার’ বন্দীকে ক্ষমা করল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 'কয়েক হাজার' বন্দীকে ক্ষমা করে দিয়েছেন। এর মধ্যে, নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া অনেকেই আছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিদেশি এজেন্সির জন্য গুপ্তচরবৃত্তি, বিদেশি এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, ইচ্ছাকৃত হত্যা, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগে অভিযুক্ত না হওয়ায় কারাবন্দীদের ক্ষমা করা হবে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এই ক্ষমার ঘোষণা এলো।
এইচআরএএনএ অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির মতে, সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে ইরানের কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments